তিকরীতের গভর্ণর নাজমুদ্দীন আইয়ূব ৷ দীর্ঘ সময় বয়ে যাচ্ছে বিয়ে করছে না ৷ বয়স বেড়ে যাচ্ছে ৷ তার বড় ভাই আসাদুদ্দীন একদিন জিজ্ঞেস করলো: কী ব্যাপার বিয়ে করছো না যে ?নাজমুদ্দীন বললো: উপযুক্ত কোনো পাত্রী পাচ্ছি না, তাই ৷আসাদুদ্দীন বললো:কেন তোমাকে আমি প্রস্তাব দেই নি!নাজমুদ্দীন: কাকে?আসাদুদ্দীন: বাদশাহ সুলতান মাহমুদের কন্যা কিংবা তার মন্ত্রী মহোদয়ের কন্যা ৷নাজমুদ্দীন: এরা আমার পছন্দের পাত্রী নয় ৷আসাদুদ্দীন বিস্মিত হলেন! রাজা ও মন্ত্রীর মেয়ের প্রস্তাব; তথাপি তোমার পছন্দ নয়! ?তারপর নাজমুদ্দীন বললো: আমি এমন একটি নেককার স্ত্রী খুঁজছি, যে আমার হাত ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে! আমি যে সন্তান জন্ম দেব, সে তাকে সর্বোত্তম পরিচর্যায় এভাবে গড়ে তুলবে, যে হবে সাহসী তরুণ ৷ নির্ভীক যোদ্ধা ৷ মুসলমানের প্রিয় ভূমি হৃত বায়তুল মুকাদ্দাস কে সে পুনরুদ্ধার করবে!এই ছিল তার স্বপ্ন ৷ এই ছিল তার ভাবনা ৷সূদীর্ঘ অপেক্ষার রহস্য!তার ভাইয়ের কথা ভাল লাগেনি আসাদুদ্দীন এর কাছে ৷ সে তাকে বললো: কিন্তু কোথায় পাবে তুমি, তোমার এই স্বপ্ন রাণী ৷নাজমুদ্দীন জবাব দেয়: আল্লাহর জন্য যে নিয়ত কে নিবেদিত করে, আল্লাহ তার ব্যবস্থা করেন ৷এর কিছুদিন পরেই তিকরীতের এক মসজিদে এক শায়খের মজলিসে উপস্থিত হয়েছেন নাজমুদ্দীন ৷ তার সাথে কথা বলছিলেন ৷পর্দার আড়াল থেকে একজন তরুণী ডাকছিল শায়খ কে ৷ শায়খ নাজমুদ্দীন কে একটু অপেক্ষা করতে বলে তার সাথে কথা বলছিলেন ৷ নাজমুদ্দীন শুনছিলেন শায়খ তরুণীটিকে বলছিল: তোমাকে বিয়ের প্রস্তাব দেয়ার জন্য যে তরুণটিকে পাঠিয়ে ছিলাম তাকে ফিরিয়ে দিয়েছো কেন?তরুণীটি বললো: হে শায়খ! তরুণটি সৌন্দর্য ও সম্মানে অনেক চমৎকার ৷ প্রশংসনীয় ৷ কিন্তু সে আমার পছন্দের পাত্র নয় ৷শায়খ বললেন: কেমন চাচ্ছো তাহলে?তরুণীটি বললো: মুহতারাম শায়খ! আমি এমন একটি তরুণ খুঁজছি, যে আমাকে হাতে ধরে জান্নাতের পথে নিয়ে যাবে ৷ তার ঘরে আমার যে সন্তান জন্ম নিবে, সে হবে এমন সাহসী যোদ্ধা; যে মুসলমানের হৃত বায়তুল মুকাদ্দাস কে পুনরুদ্ধার করবে ৷আল্লাহু আকবার! হুবহু সেই কথা, যা নাজমুদ্দীন তার ভাইকে বলেছিল !ওদিকে নাজমুদ্দীন বাদশাহ ও মন্ত্রীর রূপবতী গুণবতী কন্যার প্রস্তাব নাকোচ করে দিয়েছে ৷ এদিকে তরুণীটি ঐশ্যর্য প্রতিপত্বীশালী সুদর্শন তরুণের প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছে ৷ বিস্ময়কর স্বপ্নের অভিন্নতা ৷ প্রত্যাশার অবিচলতা!এসব কেন? প্রত্যেকেই জান্নাতের রাজপথে নিয়ে যাবার একজন রাহবর চাচ্ছে ৷ প্রিয় বায়তুল মুকাদ্দিস কে ফিরিয়ে আনার একজন সাহসী যোদ্ধার স্বপ্ন দেখছে ৷নাজমুদ্দীন দাঁড়িয়ে শায়খ কে ডাকতে শুরু করলেন: মুহতারাম শায়খ! আমি এই তরুণীটি বিয়ে করতে চাচ্ছি ৷শায়খ বললেন: সে তো গ্রামের একটি নিতান্ত গরীব ঘরের মেয়ে!নাজমুদ্দীন বললো! এই তরুণীকেই যে আমি খুঁজছিলাম!তারপর নাজমুদ্দীন সেই তরুণীটি বিয়ে করে নেয় ৷আর বাস্তবেই যে আল্লাহর জন্য তার স্বপ্ন কে সঁপে দেয়, আল্লাহ তার স্বপ্নকে পূরণ করেন ৷নাজমুদ্দীন জন্ম দেন সেই সৌভাগ্যবান সন্তান ৷ সাহসী অশ্বারহী ৷ বীরবিক্রম যোদ্ধা ! যে পুনরুদ্ধার করে মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস ৷তিনি হলেন মুসলিম ঐতিহ্য ও সোনালি গর্বগাঁথার বীর সিপাহসালার সালাহউদ্দীন আইয়ূবী ৷এই হলো আমাদের অহঙ্কারের ইতিহাস ৷ এমন জীবন্ত চেতনায় বয়ে যাক আমাদের শ্বাস-নিশ্বাস !القرآن حياتي……..সূত্র:http://quranhiaty.blogspot.com/2015/04/blog-post.html?m=1
Add A Comment