আজ শনিবার পশ্চিম জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তবে তার দেশ এখনি দূতাবাস স্থানান্তর করবে না বলে নিশ্চিত করেছেন তিনি। সিডনিতে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে বক্তৃতা কালে স্কট মরিসন বলেন, যেহেতু পশ্চিম জেরুজালেমে বিভিন্ন সকারী অফিস আদালত রয়েছে তাই তার দেশ এখন থেকে সরকারীভাবে তাকে ইসরাঈলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিচ্ছে।
তিনি আরো বলেন, আমরা দূবাস স্থানান্তরের বিষয়টি পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত মূলতবি করছি। সেখানে শীঘ্রই ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা হবে। তবে অস্ট্রেলিয়ার দূতাবাস তৈরীর জন্য ইতোমধ্যে একটি স্থানে কাজ শুরু হয়েছে বলে তিনি যানিয়েছেন।
তিনি বলেন, চলমান সঙ্কট নিরসনে তার দেশ সর্বাত্মক সহায়তা অব্যাহত রাখবে। পাশাপাশি পূর্বে জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী হিসেবে অবশিষ্ট থাকবে। তার ভাষায় এটি অচল অবস্থা থেকে বেরিয়ে সমাধানের পথে উপযুক্ত পদক্ষেপ ও মধ্য প্রচ্যের রাজনিতীতে ইতিবাচক সিদ্ধান্ত।সূত্র : আল-জাজিরা।
2 Comments
কমেন্ট
What a fascinating read! I’ll definitely be returning
to this site for more content like this.