নকীব বিন মুজীব = ০৮ ৷ ০৩ ৷ ২০১৯ = শুক্রবার ১১:০৬ ৷
দাম্পত্যজীবনে সফল হওয়ার জন্য দাম্পত্যবিষয়ক পড়াশোনা অতীব গুরুত্বপূর্ণ বিষয়৷ স্বামীর জন্য উচিত হল প্রিয় সঙ্গিনীকে পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করা৷ পড়াশোনার পরিবেশ তৈরী করে দেয়া৷ এ বিষয়ে সবসময় তাকে সহযোগিতা করা৷ স্ত্রীকে ভাল বই এনে দেয়া৷ ভাল বই মানুষের পরম বন্ধু৷ বই হল একেক জন লেখকের অভিজ্ঞতার নির্যাস৷ অভিজ্ঞ ব্যক্তিমাত্রই তার ভাল-মন্দ, কল্যাণ—অকল্যাণ বুঝতে পারেন৷ যে স্বামী-স্ত্রীর মাঝে বই পড়ার অভ্যেস গড়ে উঠেছে, খবর নিন, তারা অনেক সমস্যার সমাধান পঠিত অভিজ্ঞতার আলোকেই করে থাকেন৷
বিবাহের মূল মাকসাদ হল, স্বামী-স্ত্রী পরিচয়ে একটা নতুন সংসার প্রতিষ্ঠা করা৷ পিতা-মাতা পরিচয়ে সন্তান লাভ করা৷ তারপর এদেরকে উত্তম লালন-পালন, আদর্শ শিক্ষা-দীক্ষা ও তালীম তারবিয়াতের মাধ্যমে নেক সন্তানরূপে গড়ে তোলা৷ এর মাধ্যমে স্বামী-স্ত্রী দুনিয়া-আখেরাতে পরস্পর কল্যাণ লাভ করা৷ এর জন্য জরুরী হল ভাল কাজে পারস্পরিক সহযোগিতা৷
ইরশাদ হয়েছে: ‘তোমরা পূন্যের কাজ ও তাকওয়া অর্জনে একে অপরের সহযোগিতা করো’। [মায়িদা-২] এখন যদি এ বিষয়ে মা-বাবাই না জানেন৷ তাহলে সন্তানদের কী শেখাবেন? কীভাবে শেখাবেন?
আর দাম্পত্যজীবনে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়৷ কথা হল: পারস্পরিক সহযোগিতা করার জন্য, তাদেরকে জানতে হবে সহযোগিতা কাকে বলে? তার প্রকারভেদ কী? কখন কীভাবে সহযোগিতা করবে৷ আর হ্যাঁ, এ বিষয়গুলো সঠিকভাবে জানার জন্য বইই হতে পারে উৎকৃষ্ট মাধ্যম৷ নারী পুরুষের সম্পর্কের গভীরতা বোঝাতে ইরশাদ হয়েছে: ‘তারা তোমাদের পোশাক, আর তোমরা তাদের পোশাক’৷ স্বামী-স্ত্রীর একজনকে আরেকজনের পোশাক কেন বলা হল? কোরআন-হাদীসে এ জাতীয় রহস্যময় নানান কথা আছে৷ যেগুলোর মধ্যে দাম্পত্যজীবনের অর্ন্তনিহিত সমস্যার সমাধান ও পরামর্শ আছে ৷ আর এগুলোর ব্যখ্যা বিশ্লেষণ করে গেছেন যুগশ্রেষ্ঠ মহামনীষীগণ৷ এসব মনি-মুক্তো সবই বইয়ের পাতায় সংরক্ষিত আছে৷ প্রয়োজন শুধু একটু ইচ্ছা করা৷ একটু জানার আগ্রহ তৈরী করা৷ একটু শেখার চেষ্টা করা৷
দাম্পত্যজীবন ও তার সংশ্লিষ্ট বইয়ের অভাব নেই৷ অভিজ্ঞতার আলোকে মাকতাবার নামসহ কিছু উপকারী বইয়ের তালিকা দিচ্ছি৷ সুযোগ হলে সংগ্রহ করে উভয়ে পড়া শুরু করুন৷ অভিজ্ঞতা অর্জন করুন আর নতুনভাবে দাম্পত্যজীবনকে ঢেলে সাজান৷ শুরু করুন এখনই! ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেনই৷
# স্বপ্নের সংসার ৷ মাকতাবাতুল ইসলাম ৷
# ফিরে এসো নীড়ে ৷ রাহনুমা প্রকাশনী ৷
# তুমি সেই রানী ৷
# তুমি সেই রাজা, তুমি সেই রানী ৷
# নারী তুমি ভাগ্যবতী ৷
# দুজন দুজনার ৷
# ওগো শুনছো!!?
# পর্দা নারীর অলংকার ৷
# নারীর শত্রু-মিত্র ৷
# নবীজির কন্যা বিবি ৷ (এ আটটি মাকতাবাতুল আযহারের)
# বিয়ে ৷ গার্ডিয়ান ৷
# বন্ধন ৷ গার্ডিয়ান ৷
# বিয়ে; স্বপ্ন থেকে অষ্টপ্রহরে ৷ সিয়ান ৷
# ভালবাসার চাদর ৷ সিয়ান ৷
# আদর্শ পরিবার গঠনে চল্লিশটি উপদেশ ৷ রুহামা ৷
# প্রিয়তমা ৷ নবপ্রকাশ ৷
# সংসার সুখের হয় দুজনের গুণে ৷
# সুখী পরিবারের রূপরেখা ৷
# লেট ম্যারেজ ৷ বইঘর ৷
# বিয়ে নিয়ে ইয়ে ৷
# দাম্পত্যজীবনে সমস্যালীর ৫০ টি সমাধান ৷
# শান্তিময় দাম্পত্যজীবন ৷
আপাতত এ তালিকাটা থাকুক৷ সময় সুযোগে আরো কিছু বইয়ের নাম যোক করার ইচ্ছা আছে৷ আল্লাহর কাছে সবার সুন্দর ও সুখী দাম্পত্যজীবন কামনা করছি৷