নাকিব রাহনুমা
হায় আল্লাহ! হে রব্বে কারীম!! হে দাতাদের দাতা, ও প্রিয় মাওলা!!! বইয়ের প্রতি কেন এত প্রেম-ভালবাসা, মায়া-মমতা ও হৃদয়ের ব্যাকুলতা দিলে!! আমি এখন কী করব!? আমার যে কষ্ট হচ্ছে! কিভাবে এই সীরাতগ্রন্থটি সংগ্রহ করব!! বইটি যে আমার চাই-ই চাই ৷ বইয়ের প্রতি আমার যে প্রেম-ভালবাসা, তা শুধু তোমারই দান হে মহামহিয়ান!
বইয়ের প্রতি আমার ভালবাসার পরিমাণ তা শুধু তুমিই জান হে আল্লাহ! একটা বই ভাল লাগার পর সংগ্রহ করার আগ পর্যন্ত আমার যে বেচাইন ও বেকারার অবস্থা; তা শব্দ দিয়ে বুঝাতে আমি অক্ষম ৷ কেন এমন হয়? কিছুই বুঝতে পারি না ৷ কেমন একটা অস্থিরতা ৷ হৃদয়মনে ছটফটানি, ধড়পড়ানি!
কোন বই ভাল লেগেছে আর সংগ্রহ করা হয়নি; আলহামদুলিল্লাহ এমন হয়েছে খুব কমই ৷ আল্লাহর অনুগ্রহে কিছু কিতাব সংগ্রহ করেছি ৷ বর্তমানেও সংগ্রহ করি কিন্তু আগের তুলনায় কিছুটা কম ৷ আমি বলি এবং বিশ্বাস করি “কিতাব সংগ্রহ করার জন্য শুধু অর্থ নয়, আগ্রহের প্রয়োজন” জীবনে বহুবার আমি এ সত্য উপলব্ধি করেছি ৷ তাইতো জামা বিক্রয় করেও কিতাব সংগ্রহ করেছি ৷
কয়েকবার ভাইয়া জামা বানানোর টাকা দিয়েছে, আমি সে টাকা দিয়ে কিতাব সংগ্রহ করেছি ৷
কিন্তু এই সীরাত গ্রন্থটি কি আমার সংগ্রহ হবে!! আমি কি প্রিয়নবীজির এ পবিত্রভালবাসাময় বইটি সংগ্রহ করতে পারব!!? হে আল্লাহ! তুমি সহজ করো! আজ আমি অনেক ক্ষেত্রেই,,, না না, সব বলতে নেই! আমার আল্লাহই সবচে বড় অনুগ্রহশীল তিনি চাইলে এটা যে কত সহজ, তা আমাদের বোধগম্য হবে না, হয় না! আমি আশাবাদী মানুষ ৷ আল্লাহ চাইলে ইনশাআল্লাহ কিতাবটি আমার হবেই হবে; এ আশায় বুক ভরে আছে! হে আল্লাহ! তুমি কবুল কর, সহজ করো!!
পুনশ্চ: আমার কিতাবাদি সংগ্রহে আল্লাহর অনুগ্রহের পর আমার মেজ ভাই ও সেজ ভাইয়ের ভূমিকা সবচে বেশী! আজ তাঁদের কথা খুব মনে পড়ে ৷ আমি সবসময় তাঁদের কাছে কৃতজ্ঞ ৷ ইশ! ভাইয়া যদি এ একটি কিতাব সংগ্রহ করে দিত! কিন্তু ,, ,, ,, !!